প্রখ্যাত দার্শনিক ইবনে সিনা বলেন - এই পৃথিবীর সবকিছু একে অপরের উপর নির্ভর করে টিকে আছে। অর্থাৎ আমরা মানুষের কথাই যদি চিন্তা করি তাহলে আমাদের টিকে থাকার জন্য প্রয়োজন - অক্সিজেন, পানি, খাবার এবং আরো অসংখ্য জিনিসের।
আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন, পানি, খাবারসহ অনেক কিছুর উপর নির্ভরশীল। আর এই উপাদানগুলোও আবার টিকে থাকতে নির্ভর করে আরও অনেক কিছুর উপর। চা বানাতে গেলে কিন্তু অনেক কিছুর দরকার পড়ে যেমন - পানি, চা-পাতা, দুধ, চুলা ইত্যাদি। চুলা চালাতে লাগবে গ্যাস বা বিদ্যুৎ। এই গ্যাস বা বিদ্যুৎ আসে গ্যাস ফ্যাক্টরি বা বিদ্যুৎ প্লান্ট থেকে। ফ্যাক্টরি চলে মানুষের দ্বারা, মানুষ এসেছে তাদের বাবা-মা থেকে, এই বাবা-মা এসেছে আবার তাদের বাবা-মা থেকে। এই যে একটা চেইন - এইটার শেষ কোথায়?
এই চেইন অফ ডিপেনডেন্স এটা কিন্তু অসীম নয়। এটা যদি অসীম হতো তাহলে কিছুই টিকে থাকতো না। কিভাবে? ধরুন আপনি পানি খাবেন, কিন্তু আপনি তখনই খাবেন যখন আপনার বন্ধু শরিফুল আপনাকে পানি খাওয়ার অনুমতি দেবে। কিন্তু আপনার বন্ধু শরিফুল বলতেছে, আমি তখনই অনুমতি দেবো যখন আমার বড় ভাই তুষার আমাকে অনুমতি দেবে। একইভাবে শরিফুল এর বড় ভাই তুষার আবার বলতেছে, আমি তখনই অনুমতি দেবো যখন আমার আব্বা আমাকে অনুমতি দেবে। - এভাবে যদি এটা চলতেই থাকে শেষ না হয়ে, তাহলে কি আপনি পানি খেতে পারবেন? উত্তর হচ্ছে না। অনুমতি পাওয়ার এই চেইন যদি না শেষ হয় তাহলে আপনার পানি খাওয়া শুরুই হবে না।
আপনার পানি খেতে হলে অবশ্যই এই চেইন'টাকে শেষ হতে হবে। আর এই চেইন শেষ তখনই হবে যখন এমন একজন থাকবেন যিনি কারো উপর নির্ভরশীল নন, অর্থাৎ একজনকে থাকতে হবে যার অন্য কারো থেকে অনুমতি নেওয়ার দরকার নেই। এমন একজন থাকলেই একমাত্র তখনই আপনি পানি খেতে পারবেন।
যদি নির্ভরতার এই চেইন অসীমই হতো তাহলে কোনো কিছুই অস্তিত্বে আসতে পারতো না। ঠিক যেভাবে অনুমতির চেইন শেষ না হওয়া পর্যন্ত আপনি পানি খেতে পারবেন না।
আমরা বাস্তবতে কি দেখতে পাই? প্রতিদিন-ই মানুষ জন্ম নিচ্ছে, জঙ্গলে গাছপালা বেড়ে উঠছে, বিভিন্ন প্রাণী টিকে আছে। এর মানে হচ্ছে কাজ চলছে, অস্তিত্ব আছে - চেইন কিন্তু থেমে নেই। এগুলো এটাই প্রমাণ করে যে, এই চেইনের শুরুতে অবশ্যই এমন কিছু ছিলো যা আর অন্য কারো উপর নির্ভর করে না। ইবনে সিনা'র ভাষায় - অর্থাৎ এমন একজন যার টিকে থাকার জন্য অন্য কিছুর উপর নির্ভর করতে হয় না। বরং তাঁর উপরই সবকিছু নির্ভর করে। সবকিছুর তিনিই হচ্ছেন কারণ। আর তিনিই হচ্ছেন - আবশ্যিক সত্তা (Wajib al Wujud) - আল্লাহ।
অ্যারিস্টটল এর ভাষায় - Unmoved Mover অর্থাৎ এমন একজন যিনি নিজে অচল কিন্তু সবকিছুর চালক। এমন একজন যাকে কেউ চালনা করে না বরং তিনিই সবকিছুর নিয়ন্ত্রক। থমাস অ্যাকুইনাস বলেছিলেন - Infinite regress is impossible - অর্থাৎ কোনো কিছুর কারণ খুঁজতে গিয়ে যদি চেইন অসীম হয়, তাহলে কিছুই শুরু হওয়া সম্ভব নয়।
আল্লাহ ই হচ্ছে First cause বা চূড়ান্ত কারণ। Necessary being বা চূড়ান্ত স্বাধীন সত্তা।
আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্মবিধায়ক। - আয্-যুমার (৬২)
অর্থাৎ, প্রত্যেক জিনিসের স্রষ্টাও তিনি এবং মালিকও তিনিই। তিনি যেভাবে চান, পরিচালনা করেন। প্রতিটি জিনিস তাঁর আয়ত্তে ও তাঁর পরিচালনার অধীনে বন্দী। কারো অবাধ্যতা করার অথবা অস্বীকার করার কোন অবকাশ নেই। প্রতিটি জিনিসই তাঁরই অধীনে এবং তিনি কারো অংশীদারী ছাড়াই সমস্ত কিছুর হেফাযত ও পরিচালনা করেন।
📝 Tushar Ahmed
Rate This Article
Thanks for reading, আবশ্যিক সত্তা (Wajib al Wujud)! Stay blessed.